চীনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেছেন, কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের পর এটি প্রথমবার যে কোনো কানাডীয় প্রধানমন্ত্রী চীন সফর করলেন। মার্ক কার্নি বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তিনি জানান, কানাডা প্রাথমিকভাবে সর্বোচ্চ ৪৯ হাজার চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানি করার অনুমতি দেবে এবং এসব গাড়ির ওপর ৬ দশমিক ১ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। যদিও সময়সীমা নির্দিষ্ট করা হয়নি।
কার্নি বলেন, “এটি সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনার আগের অবস্থায় ফিরে যাওয়ার মতো, তবে এমন একটি চুক্তি কানাডীয়দের জন্য আরও সুযোগ তৈরি করবে।” ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তবে ২০২৩ সালে চীন থেকে কানাডায় ৪১ হাজার ৬৭৮টি গাড়ি রপ্তানি হয়েছিল।
চুক্তির আওতায় কানাডা আশা করছে, ১ মার্চের মধ্যে চীন ক্যানোলা বীজের ওপর শুল্ক কমাবে এবং সম্মিলিতভাবে প্রায় ১৫ শতাংশে নামিয়ে আনা হবে। এছাড়া ক্যানোলা মিল, লবস্টার, কাঁকড়া ও মটরশুঁটির ওপর বৈষম্যমূলক শুল্কও প্রত্যাহার করা হবে। এতে প্রায় ৩ বিলিয়ন ডলারের রপ্তানি আদেশ খুলে যাবে এবং কানাডার কৃষক, মৎস্যজীবী ও প্রক্রিয়াজাতকারীদের জন্য চীনা বাজারের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে।
কার্নি আরও বলেন, এই চুক্তি কানাডার অটোশিল্পে চীনা বিনিয়োগ বাড়াবে, ভালো মানের কর্মসংস্থান তৈরি করবে এবং দেশটিকে দ্রুত নেট-জিরো লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। একইভাবে চীনও কানাডার সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাজার সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ পাবে।
সিএ/এসএ


