চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল পুনরায় যাচাই করা হচ্ছে। ওএমআর শিট সংক্রান্ত কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ায় ফলাফল নতুন করে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে মেধাক্রমে পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান।
তিনি বলেন, “ওএমআর ছাপানোর সময় প্রেসের কিছু কারিগরি ত্রুটির কারণে ফলাফলে সমস্যা দেখা দিয়েছে। সে কারণেই ফলাফল পুনরায় যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে পুনঃনিরীক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।”
ফলাফল প্রকাশের সময়সূচি সম্পর্কে তিনি বলেন, “সবকিছু ঠিক থাকলে আজ রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করা হতে পারে। তা সম্ভব না হলে আগামীকাল সকালের মধ্যে ফল প্রকাশ করা হবে।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর একাধিক পরীক্ষার্থী ফলাফলে অনিয়মের অভিযোগ তোলেন। এসব অভিযোগের প্রেক্ষিতে গত ১৪ জানুয়ারি উপাচার্যের সভাপতিত্বে ডিনদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
এরপর বৃহস্পতিবার উপাচার্য দুই উপ-উপাচার্য, সংশ্লিষ্ট ডিন, ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোছাইন এবং আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক সাইদুর রহমানকে নিয়ে দ্বিতীয় দফা বৈঠকে বসেন। ওই বৈঠকেই ফলাফল পুনরায় যাচাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে আমরা কিছু অভিযোগ পেয়েছি। এসব অভিযোগের ভিত্তিতে ফল পুনঃনিরীক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে আইসিটি সেলের তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “ফলাফল পুনঃনিরীক্ষণের ফলে শিক্ষার্থীদের মেধাক্রমে কিছুটা পরিবর্তন আসতে পারে।”
মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি
সিএ/জেএইচ


