আমাদের সমাজে মৃত ব্যক্তিকে দাফনের পর কবরের ওপর খেজুরের ডাল পুঁতে দেওয়ার প্রচলন দীর্ঘদিনের। অনেকেই এটিকে সুন্নাত মনে করেন। সহীহ বুখারি ও মুসলিমে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় জানতে পারেন সেখানে আজাব হচ্ছে। তখন তিনি একটি তাজা খেজুরের ডাল দুই ভাগ করে কবরের ওপর পুঁতে দেন। তিনি বলেন, আশা করা যায়, ডাল দুটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত তাদের আজাব কিছুটা লাঘব হবে।
অধিকাংশ আলেমের মতে, এটি ছিল রাসুলুল্লাহ (সা.)-এর বিশেষ ঘটনা। যেহেতু সাধারণ মানুষ কবরের অবস্থা জানে না, তাই সবার কবরে এটি করা অতিরঞ্জন হিসেবে বিবেচিত। অনেক আলেম মনে করেন, এটি বাধ্যতামূলক সুন্নাত নয়, তবে বরকতের নিয়তে করলে জায়েজ হতে পারে।
কবর সাজানো, নির্দিষ্ট সংখ্যক ডাল পোঁতা বা ফুল দিয়ে শোভা বৃদ্ধি করার কোনো শরয়ি ভিত্তি নেই। ইসলামি চিন্তাবিদদের মতে, মৃতের জন্য সবচেয়ে উপকারী কাজ হলো দোয়া, ইস্তেগফার ও সদকা করা। কবরের আজাব থেকে মুক্তির মূল উপায় হলো ব্যক্তির নিজ আমল।
সিএ/এমআর


