ইসলামের ইতিহাসে প্রথম প্রতিষ্ঠিত মসজিদ হিসেবে পরিচিত মদিনার কুবা মসজিদে ২০২৫ সালে ইবাদত ও জিয়ারতের উদ্দেশ্যে দুই কোটি ষাট লাখের বেশি মুসল্লি সমবেত হয়েছেন। ঐতিহাসিক এই মসজিদ বিশ্বজুড়ে মুসলমানদের কাছে আধ্যাত্মিক আকর্ষণের কেন্দ্র হিসেবে বিবেচিত।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, কুবা মসজিদে আগত মুসল্লিরা নামাজ আদায়ের মাধ্যমে বিশেষ আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করেছেন। দর্শনার্থীদের সেবা নিশ্চিত করতে সমন্বিত ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হয়েছে, যা ইবাদতের পরিবেশকে আরও আরামদায়ক করেছে।
২০২৫ সালজুড়ে মসজিদটিতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারকাজ পরিচালিত হয়। নতুন করে ২ হাজার ৫০০ বর্গমিটার নামাজের স্থান তৈরি করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করে ১৬০ টনের বেশি করা হয়েছে। বাইরে স্থাপন করা হয়েছে ১৫০টিরও বেশি ছাউনি। আধুনিক সাউন্ড সিস্টেমে যুক্ত হয়েছে ১৬০টি স্পিকার এবং আঙিনায় নতুন কার্পেট বিছানো হয়েছে প্রায় ৩ হাজার বর্গমিটার এলাকায়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব উন্নয়ন সৌদি ভিশন ২০৩০-এর অংশ, যার লক্ষ্য ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নত করা।
সিএ/এমআর


