লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শুক্রবার ১৬ই জানুয়ারি রাতে দুই ব্যক্তিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল জগতবেড় ও কুচলিবাড়ি ইউনিয়নে পৃথক অভিযানে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাকিবুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা চলাকালীন নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে ভোটারদের মাঝে কম্বল ও ফুটবল বিতরণ করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান ম্যাজিস্ট্রেট।
শামিম হোসেন (জগতবেড় ইউনিয়ন) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং সাজেদুল হাকিম (কুচলিবাড়ি ইউনিয়ন) একই অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাকিবুল ইসলাম জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসন তৎপর রয়েছে। কোনো প্রার্থী বা তার সমর্থক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
সিএ/জেএইচ


