উগান্ডায় ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। দেশটির প্রধান বিরোধী দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি) অভিযোগ করেছে, তাদের প্রেসিডেন্ট প্রার্থী ও জনপ্রিয় রাজনীতিক ববি ওয়াইনকে তার নিজ বাড়ি থেকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়া হয়েছে।
এনইউপির পক্ষ থেকে দাবি করা হয়, সশস্ত্র বাহিনীর সদস্যরা ববি ওয়াইনের বাসভবনের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন এবং পরে তাকে একটি হেলিকপ্টারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। দলটির নেতারা একে ‘অপহরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন।
তবে উগান্ডার সেনাবাহিনী এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস মগেজি এক বিবৃতিতে বলেন, ববি ওয়াইনকে গ্রেফতারের দাবিটি ‘ভিত্তিহীন ও গুজব’। তার ভাষায়, এই ধরনের অভিযোগ মূলত সমর্থকদের মধ্যে সহিংসতা উসকে দেওয়ার উদ্দেশ্যেই ছড়ানো হচ্ছে।
এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) ববি ওয়াইন নিজেই অভিযোগ করেছিলেন, নির্বাচনের পর থেকে তাকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। তবে তার অবস্থান নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।
দেশজুড়ে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ববি ওয়াইনের রাজনৈতিক কার্যালয় থেকে তাকে তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হলেও সেনাবাহিনী বা পুলিশ আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি।
এদিকে রাজধানী কাম্পালাসহ বিভিন্ন এলাকায় সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনের পর থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।
নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। কমিশনের তথ্যমতে, তিনি প্রায় ৭৪ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে ববি ওয়াইন পেয়েছেন প্রায় ২৩ শতাংশ ভোট। তবে এই ফলাফল প্রত্যাখ্যান করে ববি ওয়াইন ব্যাপক কারচুপি ও ব্যালট পেপার জালিয়াতির অভিযোগ তুলেছেন।
নির্বাচন-পরবর্তী সহিংসতায় কাম্পালার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুতাম্বালা এলাকায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে। বিরোধী দলের দাবি অনুযায়ী নিহতের সংখ্যা ১০ জন।
চূড়ান্ত ফলাফল শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল নাগাদ ঘোষণার কথা রয়েছে। ৮১ বছর বয়সী ইয়োওয়েরি মুসেভেনি এই জয়ের মাধ্যমে টানা চার দশকের শাসনকাল আরও দীর্ঘায়িত করতে যাচ্ছেন।
সূত্র: আল জাজিরা


