লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অভিযান চালিয়ে ৫৪২ বোতল ফেন্সিডিলসহ আয়না বেগম (৪০) নামে এক নারী মাদককারবারিকে আটক করেছে র্যাব-১৩।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে রংপুর র্যাব-১৩ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলী গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের সমির উদ্দিন সমুর স্ত্রী আয়না বেগমের হেফাজত থেকে ৫৪২ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়। এসময় মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাকে হাতে-নাতে আটক করা হয়।
র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত নারী দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদিতমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সাব্বির হোসেন, লালমনিরহাট
সিএ/জেএইচ


