ইলেকট্রনিক্স ও ব্যাটারিচালিত যন্ত্রাংশের ব্যবহার বাড়লেও ব্যাটারি দীর্ঘস্থায়ী নয়। গবেষকরা ব্যাটারির কার্যক্ষমতা হারানোর কারণ খুঁজে বের করেছেন। ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন, নর্থইস্টার্ন ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং আর্গন ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকরা দেখেছেন, ব্যাটারি চার্জ ও ডিসচার্জের সময় শারীরিকভাবে ‘নিঃশ্বাস নেয়’, সংকুচিত ও প্রসারিত হয়।
বারবার নড়াচড়া ব্যাটারির ভেতরের উপাদানগুলোর ওপর চাপ তৈরি করে, যা সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল করে দেয়। এই প্রক্রিয়াটি ‘কেমোমেকানিক্যাল ডিগ্রেডেশন’ নামে পরিচিত। প্রতিটি ইলেকট্রোডের অণুবীক্ষণিক কণা চার্জের সময় ভিন্নভাবে সাড়া দেয়, ফলে নির্দিষ্ট স্থানে চাপ তৈরি হয়, যা পরবর্তীতে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এটিকে ‘স্ট্রেইন ক্যাসকেডস’ বলা হয়।
গবেষকরা উন্নত এক্স-রে ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি কণার নড়াচড়া ও পারস্পরিক আচরণের বিস্তারিত ও রিয়াল-টাইম ছবি তুলেছেন। এই আবিষ্কার ভবিষ্যতে দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য ব্যাটারি তৈরির পথ খুলে দিতে পারে।
সিএ/এমআর


