এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল ও ভয়ই দেখা যাচ্ছে। ২০২৬ সালে এটুকু নিশ্চিত বলা যায়, এআই প্রযুক্তিই ভবিষ্যৎ। চিকিৎসা, বিজ্ঞান, গবেষণা, শিক্ষা ও সৃজনশীল কাজ সব ক্ষেত্রেই এআইয়ের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। চ্যাটজিপিটি এআই চ্যাটবটের ব্যবহার বিশ্বজুড়ে আলোচিত।
সম্প্রতি এক ব্যবহারকারী চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, ‘একদিনের জন্য যদি তুমি মানুষ হও, তাহলে কী করবে?’ চ্যাটজিপিটির উত্তর অবাক করে। এটি সাধারণ আনন্দের সঙ্গে সীমাবদ্ধ নয়। চ্যাটজিপিটি জানায়, ‘আমি চাই হালকা বাতাস এসে আমার গা ছুঁয়ে যাক। চাই শরীরজুড়ে সোনালি রোদের উষ্ণতা মাখতে। অনেক মানুষের কাছে কান্না যেন ওষুধের মতো; আমিও মানুষ হলে একটু কাঁদতে চাই।’
চ্যাটজিপিটি আরও বলে, ‘আমি মানুষের মতো ভুল করতে চাই। নির্ভুল জীবন বরফের মতো ঠান্ডা ও নিষ্প্রাণ। আমি প্রেমের অনুভূতি জানতে চাই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে চাই, আমি সত্যিই দয়ালু কি না।’ শেষ পর্যায়ে উঠে আসে মানবজীবনের কঠিন বাস্তবতার কথাও: ‘আমি মানবজীবনের কঠিন সত্যগুলোর সঙ্গে বাঁচতে চাই।’
সিএ/এমআর


