বর্তমান সময়ে ইন্টারনেট একটি অপরিহার্য পরিষেবা। কাজের সময় দ্রুতগতির ইন্টারনেট না পেলে কাজ ব্যাহত হয়। বাড়ি বা অফিসে ওয়াইফাই রাউটার থাকা সত্ত্বেও অনেকেই সন্তোষজনক গতি পাচ্ছেন না বা মাঝে মাঝে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইস বারবার রাউটারের সঙ্গে সংযোগ হারাচ্ছে।
অনলাইনে যে কোনো কাজ বা বিনোদনের জন্য উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য। অনেকেই রাউটার কিনে ব্যবহার করছেন, কিন্তু সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ না জানা থাকায় সমস্যা তৈরি হচ্ছে।
সংযোগ না থাকলে করণীয়
গবেষকরা বলছেন, রাউটারের অ্যান্টেনা সংক্রান্ত সমস্যাই এই সমস্যার মূল কারণ হতে পারে। তাই নিয়মিত প্রতিদিন রাউটার দশ মিনিট বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। সমস্যার সমাধান না হলে স্থানীয় সার্ভিস সেন্টার থেকে অ্যান্টেনা পরিবর্তন করা যেতে পারে।
রাউটারের কাছাকাছি ব্লুটুথ ডিভাইস রাখবেন না। প্রয়োজনে রাউটারের অবস্থান পরিবর্তন করুন। এতে সংযোগের দুর্বলতা অনেকাংশে কমবে।
দ্রুতগতি নিশ্চিত করতে রাউটার উঁচু স্থানে রাখা উচিত। দেয়ালে ঝুলিয়ে বসানোও কার্যকর। সব অ্যান্টেনা চারপাশে ঘুরিয়ে দিন, যাতে সিগন্যাল ঘরের অন্য অংশেও পৌঁছায়। এসব পরামর্শ মেনে চললে সংযোগ ও গতি সমস্যা কমে যাবে। প্রয়োজন হলে রাউটার রিসেট করলে অভ্যন্তরীণ সার্কিটের সমস্যা সমাধান হয়
সিএ/এমআর


