সিরাজগঞ্জে গত এক সপ্তাহ ধরে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে করে জেলার অধিকাংশ ডিলার ও খুচরা দোকান সিলিন্ডার শূন্য হয়ে পড়েছে। যারাও বা কিছু গ্যাস সরবরাহ করছেন, তারা নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দাম নিচ্ছেন বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের।
শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, গ্যাসের জন্য হাহাকার করছেন মানুষ। সিলিন্ডার না পেয়ে অনেককে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। শহরের এক বাসিন্দা সেলিম শেখ বলেন, তিনদিন ধরে অনেক দোকান ঘুরেও গ্যাস পাচ্ছি না। বাড়িতে রান্না বন্ধ, তাই হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এভাবে কতদিন চলবে?
ব্যবসায়ীরা জানান, কোম্পানি থেকে সরবরাহ না থাকায় তারা গ্যাস বিক্রি করতে পারছেন না। স্থানীয় দোকানি সাত্তার জানান, কোম্পানি থেকে চাহিদার তুলনায় খুবই কম গ্যাস পাঠানো হচ্ছে।
দ্রুত এই সংকট নিরসন না হলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ভোগান্তি আরও চরমে পৌঁছাবে। জেলাবাসীর দাবি, প্রশাসন যেন দ্রুত বাজার তদারকি করে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করে এবং অতিরিক্ত মূল্য আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি
সিএ/জেএইচ


