ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগর থেকে রওনা দিয়েছে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন।
মার্কিন সংবাদমাধ্যম নিউজ ন্যাশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে বহর নিয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ইউএসএস আব্রাহাম লিংকনের সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং সাবমেরিন, যা যুক্তরাষ্ট্রের নৌক্ষমতার অন্যতম প্রধান বহর হিসেবে পরিচিত।
প্রতিবেদনে দাবি করা হয়, পেন্টাগনের নির্দেশনায় এই বহরকে দ্রুত মধ্যপ্রাচ্য অঞ্চলে পাঠানো হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যেই বহরটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় পৌঁছাবে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতায় মধ্যপ্রাচ্যসহ উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট ২১টি দেশ অন্তর্ভুক্ত। সাম্প্রতিক সময়ে ইরান ঘিরে নিরাপত্তা উদ্বেগ, আঞ্চলিক উত্তেজনা এবং সামরিক কৌশলগত পরিস্থিতির কারণেই এই অঞ্চলে অতিরিক্ত নৌবহর মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মতে, এই ধরনের মোতায়েনের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সম্ভাব্য যেকোনো হুমকির জবাব দিতে প্রস্তুত থাকার বার্তা দেওয়া হয়।
সিএ/এসএ


