সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং যে কোনো জাতীয় ক্রান্তিলগ্নে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেটদের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দেশের বিভিন্ন সংকটময় সময়ে দায়িত্বশীলতা ও শৃঙ্খলার যে দৃষ্টান্ত বিএনসিসি ক্যাডেটরা স্থাপন করে আসছে, তা প্রশংসনীয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সাভারের বাইপাইলে বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং ক্যাডেটদের সালাম গ্রহণ করেন।
সেনাপ্রধান বলেন, সামাজিক ও জাতীয় বিভিন্ন কর্মকাণ্ডে বিএনসিসি ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণ দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি দেশের যেকোনো দুর্যোগ, জরুরি পরিস্থিতি ও রাষ্ট্রীয় প্রয়োজনে ক্যাডেটদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
এ সময় তিনি বিএনসিসির সব সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতেও তারা দেশ ও জাতির কল্যাণে একই নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে বলে তিনি আশা করেন।
সিএ/এএ


