ঢালিউড নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমা ‘রাক্ষস’-এর শুটিং শুরু হয়েছে শ্রীলংকায়। সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, শ্রীলংকা শুটিংয়ের জন্য নির্বাচিত হয়েছে ভারতের সঙ্গে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কের সাময়িক ছেদের কারণে। শুটিং শুরু হয়েছে সোমবার (১২ জানুয়ারি) থেকে, যেখানে সিনেমার টিম ইতিমধ্যে পৌঁছে গেছে। তিনি জানান, শুটিং পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে দ্রুতই কাজ এগোবে।
এর আগে গুঞ্জন ছড়িয়েছিল যে সিয়ামের বিপরীতে টালিউড অভিনেত্রী ইধিকা পালকে নেওয়া হতে পারে। পরিচালক এই গুঞ্জন খণ্ডন করে বলেন, চিত্রনাট্য অনুযায়ী ইধিকা মানানসই নন। ‘গল্পে নায়িকার চরিত্র শহুরে, আধুনিকা এবং পাশ্চাত্য ঘরানায় শিক্ষিত, তাই সুস্মিতাকে বেছে নেওয়া হয়েছে,’ জানান তিনি।
পরিচালক আরও জানান, সিনেমার শুটিং ভারতের পাশাপাশি শ্রীলংকাতেও করা হবে। ভারতের ভৌগোলিক সাদৃশ্য ও শুটিং সুবিধার কারণে শ্রীলংকাকে বিকল্প হিসেবে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন শিগগিরই সমস্যার সমাধান হবে এবং সিনেমার কিছু গানের শুটিং মালয়েশিয়াতেও করা হবে।
সিএ/এসএ


