দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের সম্পর্ক রয়েছে। তবে কখনোই জনসমক্ষে এ বিষয়টি নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। এবার জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।
দুই পক্ষের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গণের একাধিক তারকা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পী উপস্থিত থাকবেন। এ বিষয়ে এখনো জেফার কোন মন্তব্য করেননি।
জেফার ও রাফসানের বন্ধুত্বের সম্পর্ক অনেকদিনের। তবে প্রায় এক বছর আগে রাফসানের বিবাহবিচ্ছেদের পরই জেফারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শুরু হয়। তখন দুজনই বিষয়টি শুধুমাত্র বন্ধুত্বের হিসেবে উল্লেখ করলেও, এবার সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে।
সামাজিক মাধ্যমে জুটি হিসেবে তারা কম-বেশি সবসময়ই নেটিজেনদের নজর কাড়তেন। অতীতেও তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জেফার বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, ‘আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরা হওয়াই দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তারা যা ইচ্ছা বলুক।’ তবে বিয়ের বিষয় নিয়ে তারা এখনও গণমাধ্যমকে এড়িয়ে চলছেন।
সিএ/এসএ


