কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিকাশ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার হাবিবুর রহমানের ছেলে। পুলিশ দাবি করছে, তিনি একজন চিহ্নিত ডাকাত এবং তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
এপিবিএন পুলিশের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সুশান্ত কুমার সরকার জানান, স্থানীয়রা সকালে সড়কের পাশে মরদেহ পড়ে থাকার খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে।
স্থানীয়দের বরাতে পরিদর্শক সুশান্ত সরকার বলেন, “সোমবার মধ্যরাতে নয়াপাড়া ক্যাম্প এলাকায় একাধিক গুলির শব্দ শোনা যায়। ভোরে ফজরের নামাজের সময় বিকাশ মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় একজনকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়।”
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ডাকাতদলের অভ্যন্তরীণ কোন্দল বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সিএ/এসএ


