ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলো দখল নেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই বক্তব্য দেন তিনি।
পোস্টে ট্রাম্প বলেন, “ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি চালিয়ে যান—নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন। হত্যাকারী-নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন। তাদের অনেক চড়া মূল্য দিতে হবে।” একই পোস্টে তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, ‘সাহায্য আসছে’।
আরেকটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তেহরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করা হয়েছে। সেখানে তিনি লেখেন, ‘বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তেহরানের কর্মকর্তাদের সঙ্গে যাবতীয় বৈঠক বাতিল করেছি। (ইরানের বিক্ষোভকারীদের জন্য) সহযোগিতা আসছে। মিগা!!! (মেইক ইরান গ্রেট এগেইন)।’
ইরানের বিক্ষোভকারীদের জন্য কী ধরনের সহযোগিতা আসছে—এ বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি ট্রাম্প। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি দুঃখিত, সেটা আপনাদেরই খুঁজে বের করতে হবে।’
এদিকে, একই দিন মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি আন্দোলনকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করে, তবে যুক্তরাষ্ট্র ‘কঠোর পদক্ষেপ’ নেবে। একই সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান সহিংসতায় হতাহতের নির্ভুল সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: সিবিএস নিউজ
সিএ/এএ


