প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক মঙ্গলবার বিকেল ৫টায় নির্বাচন কমিশন ভবনে শুরু হয়েছে। বৈঠকটি সিইসির দফতরে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিএনপির নেতারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন।
বৈঠক উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, বৈঠকে দলের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নজরুল ইসলাম খান।
প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দলীয় সূত্রের খবর, বৈঠকে আগামী নির্বাচনের বাস্তবায়ন, জবাবদিহিতা এবং নির্বাচনী পরিবেশ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।
সিএ/এসএ


