সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান জানিয়েছেন, ২০২৬ সাল থেকে ব্যাংকের প্রভিশন ও মূলধন ঘাটতি থাকবে না। তিনি বলেন, ২০২৫ সালে ব্যাংকটির সব সাফল্যের সূচক নতুন রেকর্ড স্থাপন করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) মতিঝিলের সোনালী ব্যাংক কার্যালয়ে ২০২৫ সালের ব্যাংকিং কার্যক্রম ও সাফল্য বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৫ সালে ব্যাংকের ক্যাশ রিকভারি হয়েছে ১ হাজার ২০৩ কোটি টাকা। ওপারেটিং প্রফিট ৪১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৭ কোটি টাকায়। নেট প্রফিট হতে পারে ১১০০ থেকে ১৫০০ কোটি টাকা।
তিনি আরও জানান, শীর্ষ ২০ খেলাপি থেকে ৭৪৫ কোটি টাকা আদায় করা হয়েছে। বিশেষ করে হলমার্কের ৩০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বাকি সম্পদ ও মেশিনারিজ অকশনের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চলছে, পাশাপাশি জমি বিদেশি উদ্যোক্তাদের কাছে বিক্রির বিষয়ে চেষ্টা অব্যাহত রয়েছে।
এছাড়া ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে ব্যাংকের খেলাপি দারগুলোকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
সূত্র
সোনালী ব্যাংক সংবাদ সম্মেলন
সিএ/এসএ


