ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নবঘোষিত কমিটি ঘিরে ক্যাম্পাসে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। নতুন কমিটির সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক—এই তিন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের কারোই বর্তমানে নিয়মিত ছাত্রত্ব নেই বলে অভিযোগ উঠেছে।
নতুন কমিটির সভাপতি ইউসুফ আলী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। একই শিক্ষাবর্ষে আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে পড়াশোনা করেছেন সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি। আর সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, তিনজনই ইতোমধ্যে নিজ নিজ বিভাগের মাস্টার্স সম্পন্ন করেছেন। ফলে নিয়মিত শিক্ষার্থী হিসেবে তাদের ছাত্রত্ব শেষ হয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় শাখার একটি ছাত্র সংগঠনের নেতৃত্বে ছাত্রত্ববিহীন ব্যক্তিদের দায়িত্ব দেয়া হয়েছে—এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে।
এ বিষয়ে সংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি মাহমুদুল হাসান বলেন, তাদের তিনজনের মধ্যে দুজনের ছাত্রত্ব আছে। নতুন সভাপতি-সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের অধীনে আইআইইআরের লাইব্রেরি সায়েন্সের স্টুডেন্ট। তবে সাংগঠনিক সম্পাদক বর্তমানে নিয়মিত ছাত্র নয়। তিনি এমফিলের সার্কুলার হলেই ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে যাবেন।
এদিকে সংগঠন সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভবনে অনুষ্ঠিত ছাত্রশিবিরের সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ফল ঘোষণা করেন। ওই ঘোষণার মধ্য দিয়েই ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি আত্মপ্রকাশ করে।
সিএ/এসএ


