দেশের মোবাইল নেটওয়ার্কে নতুন প্রযুক্তি সংযোজন করেছে গ্রামীণফোন। ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) প্রযুক্তির মাধ্যমে এবার গ্রাহকরা ওয়াই-ফাই কলিং সুবিধা পাবেন। দেশের ডিজিটাল সংযোগকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এটি গুরুত্বপূর্ণ এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ওয়াই-ফাই কলিং চালুর ফলে ভিওএলটিই (VoLTE) সেবার আওতায় থাকা গ্রাহকরা নির্ধারিত স্মার্টফোন ব্যবহার করে আরও উন্নত মানের ভয়েস ও কল উপভোগ করতে পারবেন। গ্রাহকরা নির্দিষ্ট ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে কলিং সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রাথমিকভাবে এই সেবার জন্য আইএসপি পার্টনার হিসেবে ব্র্যাকনেট, কার্নিভাল ইন্টারনেট, চট্টগ্রাম অনলাইন লিমিটেড ও এমআইমি-ইন্টারনেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোন।
কলের মান আরও উন্নত করতে ডিজাইন করা এই সেবা কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই গ্রাহকদের নিরবচ্ছিন্ন কলিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশব্যাপী আরও নির্ভরযোগ্য যোগাযোগ সেবা প্রদানের মাধ্যমে গ্রামীণফোনের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে এই উদ্ভাবনে।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, ‘প্রতিনিয়ত উদ্ভাবন ও ডিজিটাল সেবা আনার মাধ্যমে সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। এ অগ্রযাত্রায় ওয়াই-ফাই কলিং সেবা আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখন থেকে ওয়াই-ফাই নেটওয়ার্কে আরও স্পষ্ট ও উচ্চ মানসম্পন্ন ভয়েস কল উপভোগের সুযোগ পাবেন আমাদের গ্রাহকরা।’
ওয়াই-ফাই কলিং চালু হওয়ায় গ্রামীণফোন মোবাইল অপারেটর থেকে টেলকো-টেক কোম্পানিতে রূপান্তরের অগ্রযাত্রা আরও দৃঢ় করেছে। গ্রাহকরা বাড়তি কোনো খরচ ছাড়াই উন্নত মানের ভয়েস কল সেবা গ্রহণ করতে পারবেন।
সিএ/এসএ


