তৃণমূল কংগ্রেসের তথ্যপ্রযুক্তি দফতরে ইডির অভিযানের প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (৯ জানুয়ারি) দক্ষিণ কলকাতার যাদবপুরে প্রায় ৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন তিনি।
সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেয়ার অভিযোগে মমতাকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি ও কংগ্রেসের নেতা-নেত্রীরা। চলতি বছরের মে-জুন মাসে রাজ্যের বিধানসভা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় এই ইস্যু রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে।
মিছিলের সময় মমতার সঙ্গে ছিলেন অভিনেতা ও সাংসদ দেব, অভিনেতা সোহম, কাঞ্চন মল্লিকসহ আরও কয়েকজন অভিনেত্রী। দীর্ঘ মিছিল যাদবপুর ৮-বি বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে যায়। রাস্তার দুই ধারে হাজারো মানুষ প্রতিবাদে সামিল হন; কেউ কেউ বাসার জানালা দিয়ে হাত নেড়ে সমর্থন জানান। মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদসভায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করেন মমতা।
মমতা সরাসরি বিজেপির রাজ্য নেতাদের নাম উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অর্থ পাঠানোর অভিযোগ তোলেন। যদিও বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব তার বিরুদ্ধেও একইভাবে সংবিধান অমান্য করে ইডির অভিযানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন। কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে উপস্থিত অনেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি একচোখা নীতি সমালোচনা করেছেন।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পশ্চিমবঙ্গে আলোচিত কয়লা পাচার মামলায় দিল্লি ও কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায় ইডি। কলকাতার লাউডন স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের তথ্য-প্রযুক্তি দফতের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালানো হয়। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রবেশ করে সবুজ রঙের একটি ফাইল ও কম্পিউটারের হার্ড ড্রাইভ নিয়ে আসেন। উভয় পক্ষই এই ঘটনাকে আদালতের মাধ্যমে সমাধান করার পথে।
সূত্র: আন্তর্জাতিক ডেস্ক
সিএ/এসএ


