‘সংস্কৃতি বিরোধী আস্ফালন রুখে দিবে কবিতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় কবিতা উৎসব-২০২৬’ আগামী ১ ও ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজন করা হবে। এই ঘোষণা দিয়েছে জাতীয় কবিতা পরিষদ।
সংবাদ সম্মেলন ও আয়োজনের বিস্তারিত:
- সময় ও স্থান: সংবাদ সম্মেলন রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উৎসব চলবে দুই দিনব্যাপী।
- উদ্বোধক ও প্রধান অতিথি: উৎসব উদ্বোধন করবেন বীর জুলাইযোদ্ধা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র বাবা জনাব মীর মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী।
- সংগঠক ও উপস্থিতরা: সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন, প্রধান সমন্বয়ক কবি মানব সুরত, উপদেষ্টা কবি মতিন বৈরাগী, প্রেসক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, সহ-সভাপতি কবি অনামিকা হক লিলিসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
উৎসবের আয়োজন ও কার্যক্রম:
- উৎসবের দুই দিন সেমিনার, কবিতাপাঠ, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন হবে।
- দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কবি, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন। এছাড়া বিদেশের খ্যাতিমান কবি-সাহিত্যিকরাও অংশ নেবেন।
- ঢাকার তেরেস স্টুডেন্টস সেন্টার (টিএসসি)-এর সুইমিংপুল চত্বরে স্থাপন করা হয়েছে উৎসবের দফতর। দেশি-বিদেশি কবিদের অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
উদ্দেশ্য:
জাতীয় কবিতা পরিষদ ১৭ বছরের অন্ধকার দূর করে সংস্কৃতি বিরোধী আস্ফালন রোধে কবিতার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা ও ঐক্য প্রতিষ্ঠা করতে উৎসব আয়োজন করছে।
সিএ/এসএ


