নয়াদিল্লিতে নিজের বাসভবনে ৪৩ বছর বয়সে মারা গেছেন ভারতীয় অভিনেতা ও সংগীতশিল্পী প্রশান্ত তামাং। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তার মৃত্যু হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায়।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র রাজু বিস্তা বলেন, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাংয়ের অকালমৃত্যু গোর্খা সম্প্রদায় এবং সংগীতশিল্পের পুরো বিশ্বকে স্তব্ধ ও শোকাহত করেছে। ২০০৭ সালে “ইন্ডিয়ান আইডল” জয়ের মাধ্যমে তিনি ভারতীয় গোর্খাদের গর্বিত করেন এবং নেপালি সংগীতকে অনন্য উচ্চতায় পৌঁছে দেন।
রাজু বিস্তা আরও বলেন, ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার সময় প্রশান্ত তামাং শুধু দার্জিলিং হিলস, তেরাই, ডুয়ার্স, সিকিম ও উত্তর-পূর্ব ভারতেই নয়, গোর্খা সম্প্রদায়কে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ ও গর্বিত করার ক্ষমতা দেখিয়েছিলেন। প্রশান্ত তামাং প্রতিযোগিতার সময় পুলিশের অর্কেস্ট্রায় কাজ করছিলেন। এমন প্রতিভাবান শিল্পীর অকালপ্রয়াণ ভারতীয় সংগীত ও সিনেমার জন্য, বিশেষ করে গোর্খালি সম্প্রদায়ের জন্য অপূরণীয় ক্ষতি।
২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’–এর তৃতীয় সিজনের বিজয়ী হন প্রশান্ত তামাং। এই প্রতিযোগিতার মাধ্যমে তার খ্যাতি বৃদ্ধি পায়। পরে প্রকাশিত তার গানের অ্যালবাম ‘ধন্যবাদ’ তাকে আরও পরিচিতি এনে দেয়।
২০১০ সালে নেপালি সিনেমা ‘গোর্খা পল্টান’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর তিনি ‘আংগালো মায়া কো’, ‘কিনা মায়া মা’, ‘নিশানি’, ‘পরদেশি’সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেন।
টেলিভিশনে প্রশান্ত ‘অ্যাম্বার ধারা’-তে অতিথি হিসেবে উপস্থিত হন এবং পরে ‘পাতাললোক’–এর দ্বিতীয় মৌসুমে ড্যানিয়েল লেচো চরিত্রে অভিনয় করেন।
সিএ/এসএ


