টানা ৫বার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এবং টানা ৪বার ‘আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ অর্জন করায় সাফল্য উদ্যাপন করেছে ওয়ালটন।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে ‘সেলিব্রেটিং করপোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলমসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম।
প্রতিষ্ঠানটির কর্পোরেট সাফল্য উদ্যাপনে অনুষ্ঠানে কেক কেটে আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ডের অর্জন স্মরণীয়ভাবে উদ্যাপন করা হয়। এই অর্জন কোম্পানির কর্পোরেট গভর্ন্যান্স ও ব্যবসায়িক মানদণ্ডের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।
সিএ/এসএ


