মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগতসমূহের প্রতিপালক। একইসঙ্গে তিনি তাঁর শ্রেষ্ঠতম বন্ধু হজরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে বলেছেন, হে রাসূল, আমি আপনাকে জগৎসমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এর মাধ্যমে আল্লাহতায়ালা মানবজাতিকে জানিয়ে দিয়েছেন, যতটুকু রাজত্বের জন্য তিনি প্রভু, ততটুকু রাজত্বের জন্য হজরত মুহাম্মাদ (সা.) রহমত। প্রকৃতপক্ষে, হজরত রাসূল (সা.) সেই মহামানব, যার ওপর আল্লাহ নিজে ও তাঁর ফেরেশতারা দরুদ পাঠ করেন এবং যার স্মরণকে পবিত্র কুরআনে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। তাই এই মহামানবের জীবন ও আদর্শ জানার আগ্রহ যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে জাগ্রত।
এই ধারাবাহিকতায় দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ এ. এফ. এম. মঞ্জুর-এ-খোদা দীর্ঘ প্রায় এক দশকের গবেষণার মাধ্যমে রচনা করেছেন স্মৃতি মোবারক : হজরত মুহাম্মাদ (সা.) ও আহলে বাইতের জীবনী শীর্ষক একটি পূর্ণাঙ্গ সিরাতগ্রন্থ। সহজ, সাবলীল ও হৃদয়স্পর্শী ভাষায় রচিত এ গ্রন্থে হজরত মুহাম্মাদ (সা.) এবং তাঁর প্রিয় আহলে বাইতের জীবন একসঙ্গে উপস্থাপন করা হয়েছে।
গ্রন্থটিতে রাহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মাদ (সা.) যে আল্লাহতায়ালার কত প্রিয়, তিনি যে কত পবিত্র বংশধারায় পৃথিবীতে আগমন করেছেন এবং তাঁর ৬৩ বছরের জীবনের প্রতিটি অধ্যায় যে কত মহিমা ও মাধুর্যে ভরপুর—তার বিস্তৃত পরিচয় তুলে ধরা হয়েছে। লেখকের বর্ণনার কৌশল, ভাষার সৌন্দর্য ও তথ্যভিত্তিক উপস্থাপনা গ্রন্থটিকে পাঠকের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে।
বইটি মূলত সাতটি ভাগে বিন্যস্ত। প্রথম ভাগে আরব ইতিহাস, দ্বিতীয় ভাগে হজরত মুহাম্মাদ (সা.)-এর সম্মানিত পিতা-মাতা ও পূর্বপুরুষদের জীবনী, তৃতীয় ভাগে স্বয়ং রাসূলুল্লাহ (সা.)-এর পূর্ণাঙ্গ জীবনচিত্র, চতুর্থ ভাগে নবিনন্দিনী হজরত ফাতেমা (রা.)-এর জীবনী, পঞ্চম ভাগে শেরে খোদা হজরত আলী (কা.)-এর জীবন, ষষ্ঠ ভাগে ইমাম হাসান (রা.)-এর জীবনী এবং সপ্তম ভাগে ইমাম হোসাইন (রা.)-এর জীবনী ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে ঐতিহাসিক বিশ্লেষণ সংযোজন করা হয়েছে।
এই গ্রন্থ পাঠ করলে পাঠক যেমন জাবালে নূরের হেরা গুহায় ইসলামের সূচনালগ্নের ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে পারবেন, তেমনি কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.)-এর শাহাদতবরণের হৃদয়বিদারক ইতিহাসও স্পষ্টভাবে অনুধাবন করতে পারবেন। ফলে রাসুলপ্রেমিকদের হৃদয় প্রশান্ত হবে, অনুসন্ধিৎসু পাঠক ইসলামের মৌলিক বিষয়াবলি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবেন।
গ্রন্থটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর দুর্লভ চিত্রসম্ভার। হজরত মুহাম্মাদ (সা.) ও তাঁর আহলে বাইতের সঙ্গে সংশ্লিষ্ট সৌদি আরব, ইরাক, ইরান, তুরস্ক ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের ঐতিহাসিক নিদর্শন, ব্যবহার্য সামগ্রী, স্মৃতিবিজড়িত স্থান ও রওজা মোবারকের ছবি সংযোজন করা হয়েছে। মোট ৫৬১টি দুর্লভ ছবি ও ১৯টি ঐতিহাসিক মানচিত্র গ্রন্থটিকে করেছে আরও সমৃদ্ধ।
একই গ্রন্থে এত বিপুল তথ্য ও দুর্লভ স্মৃতিচিত্রসহ হজরত মুহাম্মাদ (সা.) ও আহলে বাইতের পূর্ণাঙ্গ জীবনী উপস্থাপন বিশ্বব্যাপী বিরল। ৯৯৪ পৃষ্ঠার এই বিশাল গ্রন্থটি প্রকাশ করেছে দেওয়ানবাগ শরীফ পাবলিকেশন।
সিএ/এসএ


