ফিচার ডেস্ক-
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর শিশুরা যদি পিছিয়ে থাকে তবে তা নিঃসন্দেহে জাতির জন্য বিপদজনক।
তাই, আমাদের শিশুর স্বপ্ন পূরণে এগিয়ে আসা উচিত।
বাংলাদেশের অনেক জায়গায় এখনো দেখা যায় শিশুদের মাঠে কাজ করছে, কোন শিশু আবার রাজমিস্ত্রীর কাজ করছে, অনেকে করছে দোকান সহকারীসহ নানা ঝকুপূরণ কাজ।
যা শিশুর স্বাভাবিক জীবনযাপনে ভয়াবহ ক্ষতি ডেকে আনছে।
ফলে, একদিকে সৃষ্টি হচ্ছে তার স্বাস্থ্য ঝুঁকি। অপর দিকে এটি জাতির জন্য হয়ে পড়ছে দুঃসংবাদ।
কেননা, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।
আবার, অনেক সময় দেখা যায় শিশুরা ইট ভাটায় কাজ করছে, করছে টিন ফ্যক্টরীতে ঝুকিপূর্ন কাজ।
এসব যখন শিশুরা করে তারা কিন্ত বুঝতে পারেনা যে এটা তাদের জন্য কতটা ক্ষতি।
আর হ্যাঁ,জেনেও কি করবে?
কাজ তো তাদের করতে হবেই।
কারণ, কাজ না, করলে তো না খেয়ে এ থাকতে হবে, না খেয়ে থাকবে তার পরিবার।
একটি শিশুর শ্রমে যখন একটি, পরিবার চলে তখন শিশুর মনে আসারই কথা না যে সে যে কাজ করছে তা তার জন্য ক্ষতিকর।
সে মনে করছে সে ভালোই করছে কিন্ত তা যে তার জন্য ও তার জাতির জন্য ক্ষতিকর তা তার বোধগম্য না।
আবার সাধারণ কাজের পাশাপাশি অনেক সময় মিল ফ্যক্টরীতে নানা ঝকুপূরণ কাজে শিশুদের দেখা যায়।
অনেকসময়, শিশুশ্রমের ফলে নানা শিশু মৃত্যুর ঘটনাও শোনা যায়,কিন্তু কোন ব্যবস্থা নেওয়ার দৃশ্য দৃষ্টিগোচর হচ্ছে না।
অনেক, সরকারী-বেসরকারী সংগঠন ও এনজিও সহ সমস্যা এখনো কাটিয়ে উঠা সম্ভব হয়নি।
তাই, আসুন আমরা শিশুদের স্বপ্ন পূরণে এগিয়ে আসি।
শাওন আহমেদ (১৫),নাটোর।