বিয়ের আগেই সন্তান দত্তক নেওয়ার নজির বলিউডে নতুন নয়। সুস্মিতা সেন, রাবিনা ট্যান্ডনের মতো অভিনেত্রীরা অবিবাহিত অবস্থায়ই মা হয়েছেন। ঠিক সেই পথেই হাঁটলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। মাত্র ২৪ বছর বয়সে তিনি তিন সন্তানের মা। যদিও সন্তানরা তাঁর সঙ্গে থাকেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীলীলা প্রথমবারের মতো তাঁর দত্তক নেওয়া সন্তানদের বিষয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, ২০২২ সালে মাত্র ২১ বছর বয়সে তিনি বিশেষভাবে সক্ষম দুই সন্তান গুরু ও শোভিতাকে দত্তক নেন। এরপর ২০২৫ সালে আরও একটি কন্যাসন্তানকে দত্তক নেন অভিনেত্রী।
সাক্ষাৎকারে শ্রীলীলা বলেন, আমি ওদের দেখলে এখনও ভাষা হারিয়ে ফেলি। এই বিষয়ে কথা বলতে গেলে একটু ঘাবড়েও যাই। তবে এখন সবকিছু ঠিক আছে। তিনি আরও বলেন, কিন্তু আমি নিজেকে মা বলতে চাই না। কারণ মা হওয়া সম্পূর্ণ আলাদা একটি বিষয়।
শিশু দত্তক নেওয়ার পেছনের গল্প জানাতে গিয়ে শ্রীলীলা বলেন, কন্নড় চলচ্চিত্রে তাঁর ক্যারিয়ারের শুরুতে কিস নামের একটি ছবিতে কাজ করেন তিনি। ২০১৯ সালে ছবিটি মুক্তি পায়। সেই সময় ছবির পরিচালক তাঁকে একটি আশ্রমে নিয়ে যান। সেখানেই শিশুদের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং সেখান থেকেই দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
শ্রীলীলা জানান, তাঁর সন্তানরা আশ্রমেই থাকে। তিনি নিয়মিত ফোনে কথা বলেন এবং সুযোগ পেলেই দেখা করতে যান। বিষয়টি দীর্ঘদিন গোপন রেখেছিলেন তিনি। তবে সংশ্লিষ্ট সংস্থার অনুরোধেই বিষয়টি প্রকাশ্যে আনেন। তাঁর ভাষায়, আমি এর জন্য কৃতিত্ব নিতে চাই না। তবে চাই মানুষ একটু ভাবুক এবং আরও বেশি মানুষ যেন সন্তান দত্তক নিতে আগ্রহী হয়।
২০১৭ সালে তেলুগু ছবি চিত্রাঙ্গদা দিয়ে অভিনয় জগতে পা রাখেন শ্রীলীলা। ভরতনাট্যমে পারদর্শী এই অভিনেত্রী একসময় চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন। এমবিবিএস ডিগ্রিও রয়েছে তাঁর। তবে ভাগ্যের ফেরে শেষ পর্যন্ত অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি।
সিএ/এএ


