বিমুখী
মেয়েটা মুখে কড়া মেকাপ করে বিউটি পার্লার থেকে বের হয়েছে। ওর বয়ফ্রেন্ড জনি বাইক নিয়ে তার জন্য বাইরে অপেক্ষা করছিলো । অনেকদিন পর দু’জনে আজকে রমনাপার্কে ঘুরতে যাচ্ছে। নিঝুম স্তব্ধ দুপুরবেলায় বসে গাছের ছায়ায় ওরা চুপচাপ আকাশটাকে দেখতে চায়। এই কেউ না বের হওয়া সময়টা কেমন ঝিম ধরা, ক্লান্ত।
দূরে কোথাও কোন গাছের ডাল থেকে ভেসে আসা পাখির গানের শেষ সুরটা মিলিয়ে যাবার পর জনি হটাৎ বলল,
“নুসরাত! এই রোদের মধ্যে মাথায় হিজাব পরে আছো কীভাবে? অসহ্য লাগে না? মেকাপ ও গলে যাচ্ছে। ”
– “বারে! মেয়েদের চুল দেখার এত শখ কেন হে?পর-পুরুষদের থেকে নিজের সৌন্দর্য আড়াল করার জন্যই তো হিজাব পরি! ”
জবাব শুনে পরপুরুষ জনি কিছুক্ষণ বিমূঢ় বসে থাকার পর বলে,
“নুসরাত! আজ তোমাকে অনেক সুন্দর লাগছে।”
লেখা-সালমান সা’দ