সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাগাদী নিজ গাছতলা ঈদগাঁ ময়দানে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন বাগাদী দরবার শরীফের পীর কেবলা মাওলানা এ.কে.এম নেয়ামত উল্লাহ খান। জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজ উল্ল্যাহ খান ইউসূফী।
উপস্থিত নেতৃবৃন্দ: উক্ত গায়েবানা জানাজায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন,
ইউনিয়ন বিএনপি: সহ-সভাপতি আঃ হাই মিয়াজী, রিয়াজ উদ্দিন ভূট্রো, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ হোসেন গাজী, সহ-দপ্তর সম্পাদক শরীফ হাওলাদার।
উপজেলা বিএনপি: সদর উপজেলা বিএনপির সদস্য আমির হোসেন গাজী।
যুবদল: ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মহসিন আলম মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি দাদন পাঠান, সাধারণ সম্পাদক মোঃ মমিন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসূফ গাজী, রাসেল গাজী, সাংগঠনিক সম্পাদক সোহাগ কবিরাজ।
স্বেচ্ছাসেবক দল: ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শিবলু বেপারী, যুগ্ম আহ্বায়ক রাব্বি, মাসুদ গাজী, সদস্য সোহাগ হাওলাদার।
ছাত্রদল ও শ্রমিক দল: ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ইমরান হোসেন বাদসা, সিনিয়র সহ-সভাপতি মোঃ আল আমিন খান, সহ-সভাপতি ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনাস হাওলাদার; ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সুমন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম বাবু এবং সাংগঠনিক সম্পাদক সুজন খান।
এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সর্বস্তরের জনসাধারণ মরহুমার আত্মার শান্তি কামনায় জানাজায় শরিক হন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর
সিএ/জেএইচ


