আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-৩ (শিবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. আরিফুল ইসলাম মৃধা। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মো. আরিফুল ইসলাম মৃধা আবদুল মান্নান ভূইয়া পরিষদের সদস্যসচিব। মনোনয়ন দাখিলের আগে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন তিনি। সকাল ১১টার দিকে শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আবদুল মান্নান ভূইয়ার অনুসারীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিকেল চারটার দিকে তিনি উপজেলার ধানুয়া এলাকায় বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূইয়ার কবর জিয়ারত করেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই গাজীর সভাপতিত্বে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আরিফুল ইসলাম মৃধা বলেন, ‘দলের সংস্কারের ডাক দিয়ে বিএনপি থেকে বহিষ্কার হয়েছিলেন সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূইয়া। তিনি নবম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। সেই কষ্টে তিনি ২০১০ সালে মৃত্যুবরণ করেন।’
তিনি আরও বলেন, ‘যে মান্নান ভূইয়া আমাদের জন্য কাজ করে গেছেন, দেশের জন্য কাজ করে গেছেন, তিনি চেয়েছিলেন মুক্তিযুদ্ধের আলোকে সুন্দর একটি রাষ্ট্র গঠন হোক।’
আবদুল মান্নান ভূইয়ার রাজনৈতিক জীবন তুলে ধরে তিনি বলেন, ‘তিনি ছিলেন নিলোর্ভ। তিনি এত বড় মন্ত্রী থেকে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির লেস মাত্র পাওয়া যায়নি। আজকে তো পাতি নেতা হলেই সম্পদের পাহাড় গড়া যায়। আমরা যারা মান্নান ভূইয়া অনুসারী আমরাও ছাত্রদল, যুবদল ও বিএনপির রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত ছিলাম।’
তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম আবদুল মান্নান ভূইয়ার মরনোত্তর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হোক।’
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বহিষ্কারাদেশের অপেক্ষা করছিলাম। আমরা এখন ধৈর্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এবারের নির্বাচন কিন্তু আমার নয়। এবারের নির্বাচন হচ্ছে আবদুল মান্নান ভূইয়ার স্মৃতি, সম্মান, ঐতিহ্য।’
তিনি যোগ করেন, ‘আমরা বিএনপিকে এটা বুঝাতে চাই জীবিত মান্নান ভূইয়ার চেয়ে মৃত মান্নান ভূইয়া অনেক শক্তিশালী। আর সেটা প্রমাণ করতে হবে ব্যালটের মাধ্যমে।’
এদিকে একই দিনে বিকেল তিনটার দিকে নরসিংদী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে দুপুরে তিনিও শিবপুরের ধানুয়া এলাকায় সরকারি শহীদ আসাদ কলেজ মাঠে নেতাকর্মীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল করেন।
এ ছাড়া নরসিংদী-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান কাওসার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন মাওলানা ওয়ায়েজ হোসেন ভূইয়া।
সিএ/এএ


