দীর্ঘ ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর তিনি গুলশানস্থ বাসভবন থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন।
এই উপলক্ষে কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গেছে, সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ রাখা হয়েছে।
সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কার্যালয়ে প্রবেশ করছেন। এছাড়া কার্যালয়ের সামনে র্যাবের ডগ স্কোয়াড টিম অপেক্ষমাণ রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সুইপিং কার্যক্রম শুরু হবে।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অবস্থান নিয়েছেন।
সিএ/এএ


