জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)–এর ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা–সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটভুক্ত আইবিএ ইনস্টিটিউটে মোট ৫০টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৫টি আসন ছাত্রদের জন্য এবং ২৫টি আসন ছাত্রীদের জন্য নির্ধারিত ছিল।
ভর্তি পরীক্ষায় ছাত্র অংশে মোট ৩ হাজার ৩১২ জন এবং ছাত্রী অংশে ২ হাজার ১০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক এই পরীক্ষার মাধ্যমে সীমিত আসনের বিপরীতে শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ফলাফল প্রস্তুত করা হয়েছে।
ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফলাফল প্রকাশের পর পরবর্তী ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।
সিএ/এএইচ


