জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে যোগ দিয়েছে এবি পার্টি। রোববার রাতে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
এর আগে একই দিন বিকেলে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সমমনা জোটে যুক্ত হওয়ার ঘোষণা দেয়।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আট দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের সঙ্গে আরও তিনটি রাজনৈতিক দল যুক্ত হচ্ছে। দলগুলো হলো—লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), এবি পার্টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সিএ/এএ


