ছাত্রদলকে একটি সুসংগঠিত, আদর্শিক ও ভবিষ্যৎমুখী সংগঠনে রূপ দিতে হলে স্কুল কলেজের মেধাবী শিক্ষার্থীদের ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত করা জরুরি বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, মেধাবীদের মূল্যায়ন না করলে দেশ কখনোই উন্নত হতে পারে না। ছাত্রদলকে শক্তিশালী করতে হলে অবশ্যই মেধাবী, চিন্তাশীল ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থীদের সামনে আনতে হবে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলা ছাত্রদলের আয়োজনে এক সাংগঠনিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় ছাত্রদলের তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে একটি সুস্পষ্ট রূপরেখা উপস্থাপন করেছেন, ‘আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনার মূল শক্তি হবে শিক্ষিত, মেধাবী ও দেশপ্রেমিক তরুণ সমাজ। ছাত্রদল সেই তরুণ নেতৃত্ব তৈরির কারখানা। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আদর্শিক রাজনীতি, শৃঙ্খলা ও ত্যাগের মানসিকতা ধারণ করেই সংগঠনকে এগিয়ে নিতে হবে।
কর্মশালাটি জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ ও আবরার হামিম আপনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, এআইইউবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম আকাশ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য মহিবুল্লাহ মণ্ডল সিহাব, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হাসান এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ছাত্রদলের সাংগঠনিক ভিতকে আরও মজবুত করবে। কর্মশালা শেষে নেতাকর্মীদের নতুন উদ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিএ/জেএইচ


