প্লাস্টিক দূষণ কমানোর বার্তা ছড়িয়ে দিতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পায়ে হেঁটে ব্যতিক্রমী এক অভিযান সম্পন্ন করেছেন মো: আকাশ আলী। মাত্র ২৫ দিনে প্রায় ১,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে তেঁতুলিয়া থেকে টেকনাফে পৌঁছে তিনি শেষ করেছেন ‘ক্রস কান্ট্রি’ পদযাত্রা। এই দীর্ঘ পথচলায় মানুষের সহযোগিতা, আন্তরিকতা এবং নিজের শারীরিক-মানসিক সীমাবদ্ধতা জয় করাই ছিল তাঁর বড় অনুপ্রেরণা।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামের শিক্ষার্থী মো: আকাশ আলী প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেন। গত শুক্রবার (৮ নভেম্বর) তিনি তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন। দীর্ঘ পথচলা শেষে রোববার (৭ ডিসেম্বর) তিনি কক্সবাজারের টেকনাফে পৌঁছান।
এই অভিযানে আকাশ আলীকে প্রতিদিন গড়ে ৪০ কিলোমিটারের বেশি পথ হাঁটতে হয়েছে। টানা হাঁটার কারণে শারীরিক ক্লান্তি, আবহাওয়ার প্রতিকূলতা এবং পথের নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হলেও মাঝেমধ্যে কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করেন তিনি। পথে বিভিন্ন জেলার মানুষ তাঁকে পানি, খাবার ও থাকার ব্যবস্থা করে সহযোগিতা করেছেন, যা তাঁর পথচলার শক্তি আরও বাড়িয়ে দিয়েছে।
আকাশ আলীর ভাষায়, প্লাস্টিক দূষণের কারণে নদী, খাল, মাঠ ও জনপদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দূষণ রোধে শুধু আইন নয়, মানুষের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। তাই নিজের সাধ্যের মধ্যে থেকেও মানুষের কাছে সরাসরি পৌঁছে প্লাস্টিক ব্যবহার কমানোর আহ্বান জানাতেই এই পদযাত্রার উদ্যোগ নেন তিনি।
সিএ/বিই


