সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়ন ঘোষণা করা হয়। তবে সিরাজগঞ্জ-২ আসনে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি।
মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন—
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ): জহুরুল ইসলাম
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ): ফজলুল হক
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): হিল্টন প্রামানিক
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী): আকবর হোসেন মোল্লা
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): মোক্তার হোসেন
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম ঝন্টু জানান, পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং সিরাজগঞ্জ-২ আসনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
সিএ/এএ


