জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তিনি সাভারের পথে যাত্রা শুরু করেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৪টা ৪২ মিনিটে শেরেবাংলানগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে তিনি সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
তারেক রহমানের স্মৃতিসৌধ যাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা এবং ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যাপকসংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এর আগে গুলশানের বাসভবন থেকে বিকেল ৩টার কিছু আগে তারেক রহমান জিয়া উদ্যানের দিকে রওনা হন। লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করেই তিনি বাবার কবর জিয়ারতে যান। উল্লেখ্য, বৃহস্পতিবার একই বাসে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে গিয়েছিলেন।
জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান।
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তনে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে।
সিএ/জেএইচ


