দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার পর তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান।
দলের একাধিক সূত্র জানায়, এর আগে জুমার নামাজ শেষে দুপুর ২টা ৫৫ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে সমাধিস্থলের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। সমাধিতে পৌঁছে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারতের সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা। দোয়া শেষে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান।
দলীয় কর্মসূচি অনুযায়ী, বাবার কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
সিএ/জেএইচ


