নারায়ণগঞ্জ ও গাজীপুরে পৃথক দুটি অভিযানে প্রায় চার মণ গাঁজা এবং ৪৫ বোতল ফেনসিডিলসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ও দুপুরে এসব অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়, প্রথম অভিযানে সকাল সাড়ে ৮টার দিকে র্যাব-১১ সিপিএসসি (নারায়ণগঞ্জ) ও র্যাব-৩ (টিকাটুলি, ঢাকা)-এর একটি যৌথ দল গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে বোরহান উদ্দিন (৩০), মো. সোহেল রানা (৩২), মাহবুর ইসলাম নয়ন (৩৪) ও মেহেদী আলআমিন (৩২)–কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৪৩ দশমিক ৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
দ্বিতীয় অভিযানে দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার বিবি রোড এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করে র্যাব। তার কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: র্যাব-১১
সিএ/জেএইচ


