চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে সরাসরি তিনি হাসপাতালে যান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনার মঞ্চ ত্যাগ করেন তারেক রহমান। এরপর সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই হাসপাতালের প্রধান ফটকের আশপাশে বিএনপি ও সমমনা দলগুলোর বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নেন। নিরাপত্তাবলয় ভেদ করে তারেক রহমানকে বহনকারী গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশ করলে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এ সময় দলীয় পতাকা ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। যদিও দলীয়ভাবে হাসপাতাল এলাকায় স্লোগান না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষভাবে সাজানো একটি বাসে করে তারেক রহমান পূর্বাচলের গণসংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা দেন। পথে রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া নেতা-কর্মীরা তাঁকে হাত নেড়ে স্বাগত জানান। প্রায় তিন ঘণ্টা ১৫ মিনিট পর তিনি সভামঞ্চে পৌঁছান।
তারেক রহমানকে বহনকারী বিমানটি দুপুর ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্নের পর ভিআইপি লাউঞ্জে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও আলিঙ্গন করেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমান প্রথমেই দলীয় গণসংবর্ধনায় অংশ নেন এবং এরপর অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান।
সিএ/জেএইচ


