তানভীর ইবনে কবিরঃ
আজ বিকাল চারটায় বগুড়া পৌর এ্যাডওয়ার্ড পার্কে ASO বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং ম্যাগাজিন সম্পাদনা বিষয়ে একটি জরুরি কর্মীসভা অনুষ্টিত হয়। উক্ত সভায় বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন নিয়ামুল হাবিব আনন্দ, সিনিয়র সহ-সভাপতি: আলিমুজ্জামান রিফাত, সাধারণ সম্পাদক: নাফিজুর রহমান রাহি ও সাংগঠনিক সম্পাদক: সাজিয়া তাবাসসুম।
উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন ASO এর প্রতিষ্ঠাতা ও জাতীয় পরিচালনা পরিষদের সভাপতি ‘এস.এম সাজিদ হাসান শান্ত’।