লিস্ট এ ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে বিহার। তিনটি সেঞ্চুরির ওপর ভর করে অরুণাচল প্রদেশের বিপক্ষে দলটি তুলেছে ৫৭৪/৬ রান, যা লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল তামিলনাড়ুর, ৫০৬/২ রান।
একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন বৈভব সূর্যবংশী। বিজয় হাজারে ট্রফির উদ্বোধনী ম্যাচেই ব্যাট হাতে ঝড় তোলেন এই তরুণ ব্যাটার। বুধবার (২৪ ডিসেম্বর) রাঁচিতে প্লেট লিগের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে খেলতে নেমে মাত্র ৩৬ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী। টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে এটি তাঁর প্রথম শতক।
সেঞ্চুরির পরও থামেননি সূর্যবংশী। মাত্র ৫৯ বলে পৌঁছে যান ১৫০ রানে, যা পুরুষদের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের রেকর্ড। যদিও অল্পের জন্য দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়া হয়নি তাঁর। ১৬টি চার ও ১৫টি ছক্কায় সাজানো তাঁর ইনিংসটি শেষ হয় ১৯০ রানে, যা ৮৪ বলের এক বিধ্বংসী প্রদর্শনী।
সূর্যবংশীর সঙ্গে ব্যাট হাতে আলো ছড়ান আরও দুজন। আয়ুশ লোহারুকার ৫৬ বলে করেন ১১৬ রান। আর অধিনায়ক সাকিবুল গনি অপরাজিত থাকেন ১২৮ রানে, খেলেন মাত্র ৪০ বল। তিন অঙ্কে পৌঁছাতে সাকিবুলের লাগে মাত্র ৩২ বল, যা লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। একই সঙ্গে এটি লিস্ট এ ক্রিকেট ইতিহাসে তৃতীয় দ্রুততম শতক।


