আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণ যানবাহনের জন্য টোলমুক্ত রাখা হবে। এ সময় নির্ধারিত টোল পরিশোধ ছাড়াই যান চলাচল করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দিষ্ট সময়ের জন্য এই সিদ্ধান্ত কার্যকর থাকবে এবং পরে স্বাভাবিক নিয়মে টোল আদায় শুরু হবে।
এদিকে দীর্ঘ সতেরো বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে দলীয়ভাবে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি পর্যায়েও সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান।” তিনি জানান, বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে সরাসরি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও সাভার স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান।” এরপর শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম শেষ করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। একই দিনে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথাও রয়েছে তারেক রহমানের।
তিনি আরও জানান, তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান ও মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি। সালাহউদ্দিন বলেন, “রাজধানীর একপাশে প্রশস্ত ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনের একপাশে আমরা স্থান নির্ধারণ করেছি।” সেখানে শুধু দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হবে বলেও জানান তিনি। এই আয়োজনে তারেক রহমান ছাড়া দ্বিতীয় কোনো বক্তা থাকবেন না।
সিএ/জেএইচ


