শিমুল অধিকারী সুমন, চাঁদপুর:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে চাঁদপুর জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে এবং ঐতিহাসিক গণসংবর্ধনায় যোগ দিতে চাঁদপুরের আটটি উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আজ বুধবার ২৪ ডিসেম্বর ভোর থেকেই চাঁদপুরের প্রতিটি উপজেলা বিশেষ করে সদর, হাইমচর, মতলব উত্তর-দক্ষিণ, কচুয়া এবং হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্ধারিত পয়েন্টগুলোতে জড়ো হতে শুরু করেন। নেতাকর্মীদের এই স্রোত সামলাতে চাঁদপুর লঞ্চ ঘাট ও বাস টার্মিনালগুলোতে ছিল উপচে পড়া ভিড়। যাতায়াতের জন্য তারা লঞ্চ, বাস এবং অসংখ্য ব্যক্তিগত যানবাহন ব্যবহার করছেন।
যাত্রাপথে নেতাকর্মীদের হাতে ছিল তারেক রহমান ও দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত বাহারি ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ ও ঘাট এলাকা। তৃণমূলের নেতাকর্মীদের দাবি, দীর্ঘ সময়ের প্রতীক্ষার পর তাদের প্রিয় নেতা দেশে ফিরছেন; আর এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে তারা সকল প্রতিকূলতা উপেক্ষা করে ঢাকার পথে যাত্রা করছেন।
চাঁদপুর জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ জানান, “তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাকে বরণ করতে চাঁদপুর থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী ঢাকায় উপস্থিত হওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। প্রতিটি ইউনিয়ন থেকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের রাজনৈতিকভাবে উৎসাহিত করেছে।
বিপুল সংখ্যক মানুষের এই দীর্ঘ যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন পয়েন্টে দলীয় সমন্বয়ক নিয়োগ করা হয়েছে। দীর্ঘ যাত্রায় যাতে সাধারণ মানুষের কোনো প্রকার ভোগান্তি না হয় এবং শৃঙ্খলা বজায় থাকে, সেদিকে কঠোর নজর রাখছেন বিএনপির নিয়োগকৃত স্বেচ্ছাসেবকরা।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চাঁদপুর থেকে নেতাকর্মীদের এই বিশাল অংশগ্রহণ ঢাকার সমাবেশে বড় ধরনের জনশক্তির জানান দেবে।
সিএ/জেএইচ


