সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তকে ব্যবহার করে মাদক পাচারের নিত্যনতুন কৌশল অবলম্বন করছে আন্তর্জাতিক চোরাচালান চক্র। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কঠোর নজরদারি ও ধারাবাহিক বিশেষ অভিযানে পাচারকারীদের এসব প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ পৃথক তিনটি সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ ডিসেম্বর) ১৫ বিজিবির বিভিন্ন সীমান্ত পর্যবেক্ষণ পোস্ট (বিওপি) থেকে পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ করা হয়।
বিজিবি’র টহল দলগুলোর অভিযানে উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা। জব্দকৃত এসব মাদকের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষ ৭৯ হাজার ৭০০ টাকা।
মাদক পাচারের অভিযোগে হাতেনাতে দুইজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে বিজিবি সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সংঘবদ্ধ চক্রগুলো যতোই নতুন কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবির গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সিএ/জেএইচ


