শিমুল অধিকারী সুমন, চাঁদপুর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হাইমচর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায় ও উপজেলা নির্বাচন অফিসার জামাল হোসেনের কাছ থেকে এই ফরম গ্রহণ করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খান, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়ালসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে মোঃ আমিন উল্লাহ বেপারী সংবাদমাধ্যমকে বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে চাঁদপুর-৩ আসনের গণমানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। উপজেলার প্রতিটি স্তরের নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ তাদের প্রিয় নেতাকে বিজয়ী করতে উন্মুখ হয়ে আছে।”
উল্লেখ্য, চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক বিএনপির একক প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন। তার মনোনয়নপত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে হাইমচর এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
সিএ/জেএইচ


