ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদীতে ভাসমান একটি ড্রেজার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম হাফিজুল ইসলাম হাফিজ (৩০)। তিনি একই ইউনিয়নের বাঐখোলা গ্রামের বাসিন্দা ও কমল মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় নদীর তীর সংরক্ষণ বাঁধের পাশে দীর্ঘদিন ধরে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন ও ব্যবসা চলছিল। নিহত হাফিজুল ইসলাম হাফিজ ওই বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
রোববার (২১ ডিসেম্বর) রাতে একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে হাফিজসহ তার আরও চার সহযোগী একসঙ্গে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে হাফিজকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে সহকর্মীরা বিষয়টি স্থানীয়দের জানান। খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রাতে পাঁচজন একসঙ্গে একই স্থানে ঘুমিয়েছিলেন। নিহতের সহযোগীদের দাবি, হাফিজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নৌ-পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সিএ/জেএইচ


