গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের আট নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) রাতে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগকারীরা সবাই মুকসুদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বে ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল শরীফ। তিনি জানান, ব্যক্তিগত সমস্যার কারণে তারা স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ-পদবি থেকে পদত্যাগ করছেন।
পদত্যাগকারী নেতারা হলেন— মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আয়ুব আলী শেখ, সহসভাপতি আহাদ মোল্যা, সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল শরীফ, প্রচার সম্পাদক আকবর শেখ, সাংস্কৃতিক সম্পাদক দুলাল শেখ এবং সদস্য রাজু শেখ, সাজ্জাদ শেখ ও ইমরান কাজী।
লিখিত বক্তব্যে তারা বলেন, “আজ থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই।” তবে পদত্যাগের পেছনে নির্দিষ্ট কোনো রাজনৈতিক কারণ উল্লেখ করা হয়নি।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। দলীয় পর্যায়ে বিষয়টি কীভাবে দেখা হচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সিএ/জেএইচ


