শিমুল অধিকারী সুমন,চাঁদপুর:
চাঁদপুরের হাইমচর উপজেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘হাইমচর প্রেসক্লাব’-এর ২০২৬ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) প্রেসক্লাব প্রতিষ্ঠাতা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে মাওলানা আলী আকবরকে আহ্বায়ক, ফারুকুল ইসলামকে সদস্য সচিব এবং সাহেদ হোসেন দিপু পাটওয়ারীকে সদস্য মনোনীত করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রমের গুরুত্বপূর্ণ তারিখগুলো ২৪ ডিসেম্বর (বুধবার) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (সন্ধ্যা ৬টা)।২৬ ডিসেম্বর (শুক্রবার)মনোনয়নপত্র সংগ্রহ (সন্ধ্যা ৭টা পর্যন্ত)।২৭ ডিসেম্বর (শনিবার) মনোনয়নপত্র জমা (সন্ধ্যা ৭টা পর্যন্ত)।২৮ ডিসেম্বর: মনোনয়নপত্র যাচাই-বাছাই।৩০ ডিসেম্বর: আপিল নিষ্পত্তি।৩১ ডিসেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।০১ জানুয়ারি (২০২৬): প্রতীক বরাদ্দ।০৮ জানুয়ারি (বৃহস্পতিবার): ভোট গ্রহণ (সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত)।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে কেবলমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচিত দুই শীর্ষ নেতা পরবর্তীতে উপদেষ্টা পরিষদের সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
নির্বাচনে প্রতিটি পদের জন্য মনোনয়নপত্র ফি ৩ হাজার টাকা (অফেরতযোগ্য) নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ভোটার হওয়ার জন্য আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে বকেয়া মাসিক চাঁদা পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।
প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীকগুলো হলো সভাপতি পদ: কলম, বই, দোয়াত, মোবাইল ও চশমা।
সাধারণ সম্পাদক পদ: ল্যাপটপ, প্রিন্টার, ক্যামেরা, মনিটর ও টেবিল ঘড়ি।
তফসিল ঘোষণার পর থেকেই হাইমচরের সাংবাদিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশন একটি উৎসবমুখর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
সিএ/জেএইচ


